হিংসা বিদ্বেষ পরিহার করে সর্বক্ষেত্রে ঈমানী দায়িত্ব পালন করা প্রয়োজন ——-আল্লামা ফখরুদ্দীন ফুলতলী

150

Fokhor Uddin Fultoli Sommelon Pic 23-02-15বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে মানব জাতিকে হিংসা-বিদ্বেষ পরিহার করে সর্বক্ষেত্রে ঈমানী দায়িত্ব পালন করা প্রয়োজন। শান্তি সমৃদ্ধি ও সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইসলামী জীবন ব্যবস্থা। আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথ অনুসরণ করে সঠিক জীবন পরিচালিত করতে হবে।
তিনি গতকাল সোমবার নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে নাজির বাজার মাঠে আয়োজিত ১৫তম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। বিশিষ্ট দানবীর সমাজ সেবক ও লন্ডন প্রবাসী হাজী আফরোজ আলীর সভাপতিত্বে এবং নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ও হাফিজ জিল্লুর রহমানের যৌথ পরিচালনায় মহাসম্মেলনে প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ময়মনসিংহ লালকুটি দরবার শরীফের খলিফা হযরত মাওলানা শহিদুল্লাহ পাঠান আল-মুজাদ্দেদী। প্রধান বক্তার তাফসীর পেশ করেন ফেনী থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নেছার উদ্দিন আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ড. কাফিল উদ্দিন সরকার সালেহী, চ্যানেল আই ও বাংলা টিভি লন্ডনের ভাষ্যকার হযরত মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চকবাজার আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু ছালেহ আল-মাহমুদ, হযরত মাওলানা মো. আব্দুস শহিদ বিপ্লবী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশিষ্ট দানবীর ও লন্ডন প্রবাসী হাজী সেলিম আহমদ, বিশিষ্ট দানবীর ও আমেরিকা প্রবাসী জুয়েল আহমদ, নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের আজীবন সদস্য হাফিজ মৌলভী মাহমুদুর রহমান তালুকদার, উপদেষ্টা মাওলানা কাজী বদরুজ্জামান প্রমুখ। সম্মেলনের শুরুতে ক্বেরাত তেলাওয়াত করেন হাফিজ সাহাব উদ্দিন ও নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন হাফিজ আকমল খান। বিজ্ঞপ্তি