বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের বিবৃতি ॥ কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নামে সাংবাদিকদের কোন সংগঠন নেই

31

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম বিলুপ্তি করার পরও উপজেলা প্রেসক্লাবের নাম ভাংগিয়ে নানা অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ জানিয়েছেন বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক সুজন চন্দ অনুপ, প্রচার সম্পাদক আসাদ আহমদ, সদস্য জয়নাল আজাদ। তারা এক বিবৃতিতে জানান গত বছরের অক্টোবরে কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নামে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের কিছু দিনের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন সাংবাদিক পেশার পরিপন্থি বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার দায়ে এবং উপজেলা প্রেসক্লাবের নাম ভাংগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যকলাপে জড়িয়ে পড়লে গত বছরের ১৮ ডিসেম্বর অধিকাংশ সদস্যদের সর্ব সম্মতিক্রমে এক সভার মাধ্যমে উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করা হয়। কিন্তু কমিটি বিলুপ্ত করার পরও আমরা লক্ষ্য করছি উপজেলা প্রেসক্লাবের নাম ভাংগিয়ে নানা ধরনের সাংবাদিক পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত আলিম উদ্দিন সহ আরো কয়েকজন উপজেলা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সাংবাদিক পেশার নাম ভাংগিয়ে নানা ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকায় মূল ধারার সাংবাদিকদের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করার পর ও কমিটির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকলে তাদের সাথে কোন ধরনের অনৈতিক লেন-দেন না করার জন্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানিয়ে উপজেলা প্রেসক্লাব নামে সাংবাদিকদের কোন সংগঠন, কার্যক্রম, কার্যালয় নেই বলে বিলুপ্তি কমিটির নেতৃবৃন্দ জানান।