জগন্নাথপুরে মুহিব ডাকাত গ্রেফতার

29

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামী মুহিব মিয়াকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লাউতলা রসুলপুর গ্রামের কনু মিয়ার ছেলে।
জানা গেছে, ২০১৩ সালে লাউতলা রসুলপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুর রবের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, লন্ডনী পাউন্ড, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুর রব বাদী হয়ে মুহিব মিয়াসহ ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ডাকাতির ঘটনা নিয়ে তৎকালীন সময়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলোআপ করে প্রতিবেদন ছাপা হয়। বর্তমানে এ মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। চাঞ্চল্যকর এ ডাকাতি মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়া জারী করেছেন আদালত। আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। অবশেষে গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এ এস আই হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ ডাকাতি মামলার প্রধান আসামী মুহিব মিয়াকে তার বাড়ির আঙিনা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে-মুহিব ডাকাত গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাদীর পরিবারে স্বস্তি ফিরে আসে।