জামালগঞ্জে কলেজ শিক্ষক খুন

39

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক আবু তৌহিদ অরফে জুয়েল (৩৬) খুন হয়েছেন। শুক্রবার আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল কাকিয়াম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, একই গ্রামের আ:খালেক এর পুত্র আ: রাজ্জাকের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ ও পারিবারিক বিরোধ ছিল। শুক্রবার গ্রামের বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে পতিপক্ষের লাঠির আঘাতে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ এ ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার পাশের বারহাট্টা উপজেলাধীন রানিগাঁও নামক হাওরে অভিযান চালিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক (৪০) ও হেলিম মিয়া (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। সন্ধ্যায় জামালগঞ্জ কজেল শিক্ষক আবু তৌহিদের লাশ সুনামগঞ্জ যাবার পথে জামালগঞ্জ পৌছলে এলাকার শত শত মানুষ এক নজর দেখতে নদীর পাড়ে ভীর জমান। শনিবার সকালে জামালগঞ্জ ডিগ্রী কলেজে মরহুমের জানযা পড়ার কথা রয়েছে।