জামেয়া মাদানিয়া কাজির বাজার এর প্রিন্সিপাল, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সারাবিশ্বে আজ অশান্তির কালোগ্রাস, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশও বর্তমানে সহিংসতা, হত্যা, খুন আর গুম, মানুষের জানমালের নিরাপত্তা নেই এর মূল কারণ মানব রচিত মতবাদের প্রচলন। এ মতবাদ মানুষের মনে ক্ষমতার লিপ্সা বাড়িয়ে দেয়, আর ইসলাম মানুষের মনে মানবপ্রেম সৃষ্টি করে। ইসলামই মানুষের জানমালের একমাত্র নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। তাই সকলকে ইসলামী সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের শিক্ষা সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
তিনি গতকাল শুক্রবার নগরীর ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার এর ৪০তম দু’দিনব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজীবাজার সিলেটের ৪০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন গতকাল শুক্রবার বেলা ২টা হতে শুরু হয়। জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুছা, শিক্ষক মাওলানা মামুন আহমদ ও মাওলানা ফাহাদ আমানের যৌথ পরিচালনায় সম্মেলনের ১ম দিবসের কর্মসূচী মধ্যে ছিল আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী। এতে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী, শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী, মাওলানা ক্বারী আব্দুল মতিন প্রমুখ। আজ শনিবার সম্মেলনের দ্বিতীয় দিন বেলা ২টা হতে শুরু হয়ে সারারাত ব্যাপী বয়ান জিকির আসকার শেষে রবিবার সকাল ৭টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি