স্টাফ রিপোর্টার :
আজ বুধবারের এসএসসি ও সমমানের সকল পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ ফেব্র“য়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় সিলেট সার্কিট হাউসে জরুরী সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এই পরিবর্তন আনা হয়েছে। অন্তত পরীক্ষার সময়ে হরতাল-অবরোধ না দেওয়া জন্য আমি বারবার তাদের প্রতি আহ্বান জানিয়েছি। আশা করেছিলাম তাদের মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। কিন্তু আবারো হরতালের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কাছে পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা। এ অবস্থায় আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলে দিতে পারি না। এ কারণে আমাদের বার বার পরীক্ষা পেছাতে হচ্ছে।
বিএনপি-জামায়াত হরতাল অবরোধ দিয়ে নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি সৃষ্টি করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অর্ধশতাব্দী কাল ধরে আমাদেরকে এর খেসারত দিতে হবে। এ কারণে গোটা জাতি উদ্বিগ্ন-ক্ষুব্ধ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেশের এই অবস্থা সৃষ্টি করে ১৫ লাখ শিক্ষার্থীর জীবন ঝুঁকিতে ফেলেছেন তারা চাইলে এর স্থায়ী সমাধান দিতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার, সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।