বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘরে সভা ও দোয়া মাহফিল

312

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ওসমানী জাদুঘর কর্তৃক ১৬ ফেব্র“য়ারী বিকেল ৩টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ওসমানী জাদুঘর প্রাঙ্গণে লেখক-গবেষক, সাংবাদিক-সম্পাদক মুহাম্মদ জয়জুর রহমানের সভাপতিত্বে ও শফিকুর রহমান শফির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জননন্দিত জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, ওসমানী স্মৃতি ট্রাস্টের পরিচালক স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, লেখিকা তারানা রেজা চৌধুরী, সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরামের সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত পুরকায়স্থ জুয়েল, সিলেট জেলা বার এর সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন, জাতীয় জনতা পার্টির জেলা কমিটির সভাপতি প্রবীণ আইনজীবী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ইকরামুর কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি পরিসংখ্যান বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান মজুমদার, লেখক কলামিষ্ট আফতাব চৌধুরী, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিক্ষাবিদ মোস্তাকুর রহমান মফুর, জাতীয় জনতা পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক, আকলিছ আহমদ চৌধুরী, জাদুঘরবিদ রাশেদুল আলম প্রদীপ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, প্রফেসর সিরাজুল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, আজাদুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মৃনাল কান্তি চৌধুরী, খলিলুর রহমান, ওসমানী অনুসারী গৌছ খান, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক এস ইউ শিপলু, বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক, কলামিষ্ট নুরুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, জেনারেল ওসমানী ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে, পড়াতে হবে। সেজন্য ওসমানী জাদুঘরে একটি পাঠাগার গড়ে তোলা প্রয়োজন। ওসমানী জাদুঘর তাতে উদ্যোগ নিলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেন, মুক্তিযুদ্ধ ও ওসমানীর আদর্শ অনুসরণ করে সৎ ও নিষ্ঠার সাথে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি