শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় রূপসী বাংলা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ১২ ফেব্র“য়ারী বৃহ¯পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই সটকে পড়ে দুর্বৃত্তরা।
বড়লেখা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আজিজুর রহমান জানান, ঘটনাস্থলে পৌছার আগেই বাসটি পুড়ে যায়। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ দলের ডাকা চলমান অবরোধ ও হরতাল চলাকালে সকালের দিকে রূপসী বাংলা পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে বিয়ানীবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
বাসটি বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিচয়ে ১৫-২০ জন যুবক বাসের গতিরোধ করে বাসটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ দৃশ্য দেখে বাসের চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেলে করে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই বাসটি পুড়ে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে বড়লেখা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুড়ে গেছে। অবরোধ ও হরতাল-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে এসআই মেহেদী জানান।