সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা, আটক ৪

22

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পুরাতন বাস ষ্টেশন এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়। এ সময় পুলিশের বাধাপেয়ে সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
হরতাল অবরোধে সুনামগঞ্জ শহরে পুলিশের পাশাপাশি র‌্যাব টহল দিচ্ছে। এছাড়াও শহরের মোড়ে মোড়ে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে। সুনামগঞ্জ থেকে দূর পাল্লার কোন যান চলাচল করেনি। তবে লঞ্চ ও অভ্যন্তরিন রোডে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, সব ধরণের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে পুলিশের পাশাপশী র‌্যাবকে টহলে রাখা হয়েছে। সারা জেলায় হরতালে নাশকতার অভিযোগে ৪ জন বিএনপি জামায়াত কর্মী সহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।