মানববন্ধনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

31

s--08-02-15--002স্টাফ রিপোর্টার :
২০ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলীয় জোটের মানববন্ধনে ছাত্রলীগের দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্র“পের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশের ধাওয়া খেয়ে সংঘর্ষের একপর্যায়ে সামাদ গ্র“প জিন্দবাজারের দিকে ও রায়হান গ্র“প বরুতখানা হয়ে চলে যায়।
দলীয় সূত্রে জানা যায়, মানববন্ধনের ব্যনার ধরা নিয়ে সামাদ গ্র“পের মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী শাহেদ ও রায়হান গ্র“পের কর্মী এমসি কলেজের ছাত্র সুমনের মধ্যে হাতাহাতির ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। পরবর্তীতে দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থতায় শেষ হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, জুনিয়দের মধ্যে ব্যানার ধরাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর চেয়ে আর বেশী কিছু হয়নি।