মুজিববর্ষ উপলক্ষে ভোরের সাথীর বৃক্ষরোপণ অভিযান

2

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর সদর উপজেলার ভোরের সাথী সামাজিক সংগঠন বটেশ^রের উদ্যোগে বটেশ^র জালাল নগর ভাউয়ার পার গ্রামের রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন লেখক, কলামিস্ট, সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাস। ভোরের সাথীর সদস্য ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সিলেটের অন্যতম সমন্বয়কারী, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষক মোঃ আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন ভোরের সাথীর সদস্য ও গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ। উপস্থিত ছিলেন ভোরের সাথীর সদস্য, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার দাশ, প্রজন্মের সেতু বন্ধুন সংগঠনের সাধারণ সম্পাদক ও লালা বাজার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ক্ষীতিশ সরকার। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার সহ সভাপতি ও সহ সম্পাদক যথাক্রমে ছড়াকার তারেশ কান্তি তালুকদার ও জয়নাল আবেদীন বেগ, ভোরের সাথীর সদস্য ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ নেতা, ব্যাংক কর্মকর্তা মোঃ কলিমুল্লাহ মিয়া, ইউনিয়ন ভূমি কর্তকর্তা সাদিক রহমান, সুকৃতি রঞ্জন দাশ, বিদ্যুৎ কর্মকর্তা বরুন চন্দ্র দাশ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের ইংরেজি শিক্ষক লিটন তালুকদার, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সুপার আতাউর রহমান চৌধুরী, এলাকাবাসীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সমাজসেবী উপানন্দ বর্মণ, ধীরেন্দ্র ধর, নির্মল কান্তি ধর, বিশ^জিৎ দাশ, আব্দুল জব্বার, আব্দুর রশিদ, আব্দুস শুক্কুর, রকিব আলী, যুব কর্মী আব্দুল খালিক প্রমুখ। বিজ্ঞপ্তি