বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরিত করার প্রতিবাদে ও ১১ দফা দাবিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) সিবিএ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা ও বিভিন্ন ইউনিট কমিটির উদ্যোগে বাগবাড়িস্থ প্রধান প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে গতকাল বুধবার বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জিয়াউর রহমান ও খালেদা জিয়া ভেঙে ৭টি কোম্পানীতে রূপান্তরিত করেছিলেন। আজ সারাদেশে এই কোম্পানীগুলো কোন সফলতা দেখাতে পারেনি। সরকারকে ভুল বুঝিয়ে তাদেরই প্রেতাত্মতা ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রক্ত দিয়ে হলেও শ্রমিকরা এই তৎপরতা রুখবে।
মিছিল ও সমাবেশে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট জেলা শাখার সভাপতি মো. শুকুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতিকুর ইসালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি মো. বাবুল মিয়া, মো. মোশারফ হোসেন, মো. নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম।
আজ ৫ ফেব্র“য়ারি থেকে ৮ ফেব্র“য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগবাড়িস্থ প্রধান প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে যথাসময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানান সিবিএ নেতারা। বিজ্ঞপ্তি