সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, সুন্দর সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই পারে দেশ এবং জাতিকে এগিয়ে নিতে। উন্নত এবং নৈতিক শিক্ষা অর্জন করতে হলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। তিনি আরো বলেন একটি দেশকে বিশ্বাঙ্গনে সহজে পরিচিত করে তুলতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধূলা যেমন মানুষের দেহকে সুস্থ ও সবল রাখে তেমনি মেধা বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি গতকাল গোটাটিকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ সাইস্তা মিয়ার সভাপতিত্ত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রজব আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বাংলাদেশ ডেভেলপম্যান্ট ব্যাংক লিমিটেডের পরিচালক, সৈয়দ আফতার হোসেন পিয়ার, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ তৌফিক বকস লিপন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ নুরুল হোসেন। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র জুনাইদ আহমদ। বিজ্ঞপ্তি