সাগরদীঘিরপারে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ॥ বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

19

স্টাফ রিপোর্টার :
হরতালের প্রথম দিনে সাগরদীঘিরপারে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালী থানার এএসআই (নিঃ) আব্দুস সাত্তার বাদি হয়ে ২০ দলের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামী করে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। নং- ২ (০১-০২-১৫)।
মামলার আসামীরা হচ্ছে- মোঃ আবুজর (১৫), মোস্তাফিজুর রহমান (১৬), ফরিদ মিয়া (২৮), আলী আকবর ফকির (৩৫), আব্দুল হাকিম (৩২), জাকি (২১), ওমর (২২), জুনায়েদ (২৩), রাফি (২৪), সুমন (২৪), ইমরান (২৬), মার্জুল (২১) ও সুজন (২২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই রবিউল হক মাসুম জানান, এজারহারনামীয় আসামীর মধ্যে ধৃত ফরিদ মিয়া, আনজুর, মোস্তাফিজুরকে গতকাল জেলে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে  ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়।