শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

23

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা  :
শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ মৌসুমের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার শ্রীমঙ্গল আবহওয়া অফিস দেশের সর্বনি¤œ তাপমাত্রা রের্কড করছে। তার আগে ২৬ জানুয়ারী সোমবার থেকে শনিবার ৩১ জানুয়ারী দেশের সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে পর্যটন নগরী ও চায়ের রাজধানীখ্যাত এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকায় এ অঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের ফলে তীব্র শীত অনুভূত হওয়ায় এ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে মাঝে মধ্যে সূর্য্যরে দেখা মিললেও বিকেল থেকেই প্রচুর ঠান্ডা পড়তে শুরু করে। সন্ধ্যার পরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারনে ঘরের বাহিরে বের হতে পারছে না। দেশের অন্যান্য স্থানের তুলনায় চা শিল্প সমৃদ্ধ এলাকা শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে এমনিতেই শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। হাড় কাঁপানো শীত ও হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শ্রীমঙ্গলসহ পুরো জেলার  জনজীবনে চলে এসেছে চরম স্থবিরতা। বিশেষ করে ছিন্নমূল ও নি¤œ আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। শ্রমজীবী আনেকেই খড়খোটা জ্বালিয়ে রাস্তার পাশে শীত নিবারণের চেষ্টা করেছেন।
এদিকে তীব্র শীতের কারণে বিশেষ করে ছোট বাচ্চা ও বয়স্কদের মাঝে দেখা দিয়েছে শ্বাসকষ্ট ও ঠান্ডা জনিত রোগ।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ মুঠোফোনে জানান, ২০১৩ সালের ১০ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি এবং ১৯৯৫ সালের ৪ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, ২০১০, ২০০৮, ২০০৩ ও ১৯৯৭ সালে শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। ১৯৬৬ সালের ২৯ ফেব্র“য়ারি ৩.৩ ডিগ্রি এবং ১৯৬৮ সালের ৪ ফেব্র“য়ারি শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ যাবতকালের বাংলাদেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করেছে।