গোয়াইনঘাটে ভারতীয় কাঠ আটক

55

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ভারতীয় কাঠ আটক করেছে সোনারহাট বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায় শুক্রবার রাত ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারহাট ক্যা¤প কামান্ডার আব্দুল খালিক অভিযান চালিয়ে পান্তুমাই গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৫৪ঘন ফুট ভারতীয় গোল কাঠ  জব্দ করেন।
কাঠ আটকের সত্যতা স্বীকার করে সোনারহাট ক্যা¤প কামান্ডার আব্দুল খালিক জানান সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান বন্ধে বিজিবি সব সময় তৎপর রয়েছে।