রুস্তম আলী

8

স্বভাব :

জলের স্বভাব নিম্নদিকে প্রবাহিত হয়ে সমতলে থাকা।
আগুনের স্বভাব উর্ধ্বগামী হয়ে
সব কি পুড়িয়ে ছাই করা।
চাঁদের স্বভাব রাতের আঁধার ঘুচিয়ে
আলো বিকিরণ করা।
সূর্যের স্বভাব আপন তেজে জ্বলা।
পাহাড়ের স্বভাব যেমন শত সহস্র জ্বালা বুকে ধরে হৃদয়টাকে পাষাণ করা।
ফুলের স্বভাব শত্রু মিত্র সবার নিমিত্ত
আপন খেয়ালে বাতাস সুখন্ধে ভরে দেওয়া।
আর আমাদের স্বভাব পরস্পর প্রতিহিংসায় জ্বলে ওঠা, পরনিন্দায় তৃপ্তি খোঁজা,
দ্বন্দ্ব-বিবাদে লিপ্ত হয়ে লাঠালাঠি মারামারি খুনোখুনি
করা।
অন্যের সম্পদ ক্ষমতার অপকৌশলে হস্তান্তর করা,
ক্ষুধার্তের মুখের গ্রাস কেড়ে খাওয়া।