স্টাফ রিপোর্টার :
সিলেটে অবরোধ-হরতালে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নগরী ও শহরতলী থেকে জামায়াতের সুরা সদস্যসহ ছাত্রদল-ছাত্রশিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে দক্ষিণ সুরমা, এয়ারপোর্ট, মোগলাবাজার ও জালালাবাদ থানা পুলিশের পৃথক দল নগরী ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কুলাউড়া থানার রঙ্গিরপুল গ্রামের মোঃ আব্দুল হাছিবের পুত্র বর্তমানে দক্ষিণ সুরমা জৈনপুর ফকিরপাড়ার আহাদ মাষ্টারের বাড়ির বাসিন্দা সিলেট জামায়াতের সুরা সদস্য ও বরইকান্দি ইউনিয়নের নায়েবে আমির একেএম আব্দুল আহাদ (৪৪), দক্ষিণ সুরমা থানার জাফরাবাদ গ্রামের মৃত কবির আহমদের পুত্র মোঃ আব্দুল মুনিম সেবুল (৩০), একই থানার বানেশ্বরপুর গ্রামের সিকন্দর আলীর পুত্র মোঃ মঈন উদ্দিন (৪৫), বারখলা গ্রামের মাসুকুর রহমানের পুত্র মোঃ মুহিবুর রহমান (২৪), ঝালোপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র মোঃ সেলিম মিয়া (৩০), একই এলাকার মাহমুদ আলীর পুত্র মোঃ আজাদ আহমদ (৩০), জামালগঞ্জ থানার জাল্লাবাজ গ্রামের মোঃ শফিক মিয়ার পুত্র বর্তমানে নগরীর আম্বরখানা বড়বাজারের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া (২৬), জালালাবাদ থানার বড়ফৌদ্দ গ্রামের সুনু মিয়ার পুত্র আলী আহমদ (১৮) এবং দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা আশফাক মিয়া (৩২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানার দায়েরকৃত অবরোধে ও হরতালে গাড়ী ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ দেয়ার মামলা রয়েছে।
গতকাল সোমবার গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।