হরতালে পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ॥ পুলিশের গুলি ॥ পাল্টাপাল্টি ধাওয়া

35

8888888888স্টাফ রিপোর্টার :
বিএনপি ও জামায়াত-শিবিরের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ফাঁকা গুলির মধ্য দিয়ে সিলেটে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনও ঢিলেঢালাভাবেই পালিত হয়েছে। আর অন্য দিনের মতো যান চলাচল স্বাভাবিক ছিল। ছেড়ে গেছে দূরপাল্লার যাত্রীবাহী বাস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর আম্বরখানায় খাসদবির এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলটি খাসদবির থেকে বিমান অফিস এলাকায় আসার পর পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় শিবির নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করার চেষ্টাা করে। তারাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম বলেন, সকালে শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করছিল। তখন আমরা গুলি ছুঁড়ি। পরে তারা পালিয়ে যায়। কোন হতাহতের ঘটনা  ঘটেনি।’
গতকাল বেলা ১ টার বন্দরবাজারে দিকে হরতালের সমর্থনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল করেছে। মিছিলটি শুরুর কিছু সময় পর পুলিশ এসে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন,‘ বিএনপি-ছাত্রদল মিছিল বের করেছিল। পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এদিকে, হরতালে সিলেটে মিছিল ছাড়া তেমন কোনো উত্তাপ ছিল না। মাঝে মধ্যে নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির একটা প্রবণতা দেখা গেছে। তবে, নগরীতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীতে রিক্সা-অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, ‘ মোড়ে মোড়ে পুলিশ আছে। তারা তল্লাশি করছেন। কোথাও কোনো নাশকতা হয়নি।’