সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জ হচ্ছে দেশের অন্য যে কোন এলাকা থেকে আলাদা একটি এলাকা। সুনামগঞ্জের হাছন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম সুনামগঞ্জকে দেশের অন্য এলাকা থেকে আলাদা করেছেন। সুনামগঞ্জ হচ্ছে কবিতার শহর, শান্তি আর সম্প্রীতির শহর। তাই আমি বলতে চাই সুনামগঞ্জে যা আছে দেশের অন্য কোথাও তা নই। গতকাল শুক্রবার সুনামগঞ্জ প্রেসক্লাবে ৬৬৬ তম এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডার্সশীপ ট্রেনিংএর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তরুণরা এগিয়ে আসলে সমাজ ততা দেশের যে কোন কাজ করা সম্ভব। তাই আজকে যারা এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজের কাজে লাগাবে। তাতেই প্রশিক্ষণের সার্থকতা পাওয়া যাবে। এর আগে দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবির ইমন প্রেসক্লাবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডার্স সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন, দি হাঙ্গার প্রজেক্ট সুনামগঞ্জের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম, সাংবাদিক একে কুদরত পাশা, কবি আমিনুল ইসলাম, জাকারিয়া, সুলতানা, নাবিলা প্রমুখ।