ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন জোট ‘গণঐক্য’

44

কাজিরবাজার ডেস্ক :
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নতুন নির্বাচনী জোট ‘গণঐক্য’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নং-০২১) এবং এনডিএম এর সমন্বয়ে গঠিত এই জোট আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে।
২০১৪ সালের নির্বাচনের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যখন সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন তখন তার মুখপাত্র হয়ে কাজ করেন ববি। পরবর্তি সময়ে এরশাদের সঙ্গে মতবিরোধ হয় তার। নিজস্ব প্ল্যাট ফরম গঠন করে ফের রাজনীতিতে সক্রিয় হবার চেষ্টা করেন ধনকুবের মুসা বিন শমসেরের পুত্র ববি। বারবার হোচঠ খাওয়ার পরও হাল ছাড়তে রাজি নন তিনি। শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে রাজনৈতিক মোর্চা নিয়ে সামনে আসলেন।
জোট ঘোষণা অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্রান্তিকালে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যেখানে মানুষের কথা বলার অধিকার আজ কুক্ষিগত। এক অজানা আতংকের মধ্যে আমরা সাধারণ মানুষের পক্ষে গণতন্ত্রের জন্য, নিরাপদ সড়কের নিশ্চয়তার জন্য, মেধার অধিকারের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য এবং সুশাসনের নিশ্চয়তার জন্য আমাদের কথা বলে যেতে হচ্ছে।
ঐক্যের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসাবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।
এইসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এড. বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরী, এনডিএম যুগ্ম মহাসচিব পারভেজ খান, দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ।