শুধু তোমাকে ভালোবাসি বলে…

139

মুজাক্কির আলম

আমাকে ফাঁসাবে বলে যারা সারাক্ষণ ফন্দি ফিকির করে,
আমি তাদের কাছে টেনে নেই।
শুধু তোমাকে ভালোবাসি বলে…

চোরাগুপ্তা হামলায় যারা আমাকে শেষ করে দিতে চায়,
আমি তাদের দেখেও না দেখার ভান করি।
শুধু তোমাকে ভালোবাসি বলে…

শুধু তোমাকে ভালোবাসি বলে…
যেসব অসভ্য অকথ্যভাষায় গালাগাল করে,
আমি তাদের দিকে আনমনা হয়ে তাকাই,
বলি, কিছু বললেন ?

যেসব হিংসুটে জনপদ ক্ষুধার্ত হয়ে,
কামুক দৃষ্টিতে ভক্ষণ করে সৌন্দর্য্যরে শুভ্রচাদর,
আমি তাদের আটকাতে পারি না, থামাতে পারি না,
স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকি দু’চোখপানে,
ভাবি লজ্জায় হয়তো অবনমিত হবে ভক্ষণলীলা।

জ্যৈষ্ঠের খররৌদ্রে থেমে থাকেনা আমার পা,
নিজের ছায়াকে পিছে ঠেলে এগিয়ে যাই,
বৃষ্টিতে ভিজে সবেগে ছুটে আসা সওয়ারী আমি,
হোছট খেয়ে আহতযোদ্ধা;
পথ আগলেরাখা কুচক্রীকে মায়াদৃষ্টি দিয়ে চলে আসি।
শুধু তোমাকে ভালোবাসি বলে…

হাড়কাঁপানো শীতে উদোম থাকা বৃদ্ধাকে আশ্বাস দিয়ে আসি,
যেভাবে আশ্বাস দিয়েছি তোমাকে;
ভালোবেসে ঘর সাজাবো রঙিন আলোয়…
অথচ সহস্র বেড়াজালে আটকেপড়ি
কিছুই করা হয় না,
নিঃশেষে বিভাজ্য হয়ে যায় প্রতিটি আশ্বাস;
দীর্ঘশ্বাসে ছেয়ে যায় প্রতিটি কষ্ট,
তবু বলি কিছু করবো, কিছু করা অত্যাবশ্যক।