মিজানুর রহমান মিজান
যাবে একদিন এ সংসার ছাড়ি
কেমনে দিবে সাগর পাড়ি।
তবুও দিতে হবে পাড়ি।
দু’চোখ মুদিলে দেখ তুমি অন্ধকার
সাময়িক সময় সহ্য হয় না অদেখা বেদনার
কবর দেশে অনন্তকাল কেমনে থাকবে পড়ি।
ওয়াদা করে এলে তুমি বেপারী
লাভ ছাড়া লোকসান দেবে না মদন জ্বালা হেরী
হেলায় গেল দিবস-যামী কামিনী নিল কাড়ি।
দিন গেলে দিন আসে না দেখ বিচারী
দাদা গেল দাদি গেল বাপ গেল ছাড়ি
তুমি যাবে পুত্র যাবে যাবে অহংকারী।
তারপরও কি মন একবার দেখছ নেহারী
বেভুলে মজাইলে মন পাবে না কান্ডারী
দুনিয়া মায়ার বাঁধন সকল নয় দুনিয়াদারী।