শিক্ষা মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক ॥ নতুন প্রজন্মকে যথাযথভাবে প্রাথমিক শিক্ষা দিতে না পারলে পরবর্তী শিক্ষা সুন্দর হবে না

44

SAM_0517সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষার মেরুদন্ড প্রাথমিক শিক্ষা। নতুন প্রজন্মকে প্রাথমিক শিক্ষা যথাযথভাবে দিতে না পারি তাহলে পরবর্তী শিক্ষা সুন্দর হবে না। অর্থাৎ ফাউন্ডেশন যদি সঠিক না হয় তাহলে কোন কিছুই টিকে না। বর্তমানে শিক্ষার সার্বিক দিক ও পাশের হারের কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো অনেক দূর এগিয়েছি। এক্ষেত্রে শিক্ষকদেরকে সঠিক শিক্ষাদানে আরো মনোযোগি হতে হবে। কারণ প্রাথমিক শিক্ষা যারা গ্রহণ করছে তাদের মন কাদা মাটির মতো। তাদেরকে এখন থেকে যে শিক্ষা প্রদান করা হবে পরবর্তীতে এই শিক্ষা নিয়েই তারা উপরের দিক অগ্রসর হবে।
তিনি গতকাল ১৬ জানুয়ারী শুক্রবার বিকেলে সুবিদবাজারস্থ পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শিক্ষা অফিসার হযরত আলীর সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় নাথ সঞ্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিটিআই ট্রেনিং ইনস্টিটিউটের সুপার শামীম আরা বেগম, এডিপিও আমিরুল ইসলাম, এ কে এম ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার স্বরদিন্দু দাস, বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, সিলেট জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি আবুল খায়ের, শিক্ষক নেতা বিপ্লব পুরকায়স্থ, গোলাম রব হাসনু, আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, আহমদুল কিবরিয়াহ বকুল প্রমুখ। উল্লেখ্য, শিক্ষা মেলায় ১২টি উপজেলা শিক্ষা অফিসের স্টল সহ আরো বিভিন্ন স্টল অংশ গ্রহণ করে। আজ শনিবার মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি