কাজিরবাজার ডেস্ক :
এবারো লাখ লাখ মুসল্লির আল্লাহু আমিন আল্লাহু আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে শিল্পাঞ্চল খ্যাত টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদের তীর ও আশপাশের এলাকা। আজ শুক্রবার বাদ ফজর থেকে প্রতিবারের মতোই ইমান-আমলের ওপর দেশি-বিদেশি মাওলানাদের আম বয়ানের মধ্যদিয়ে তাবলিগ জামাতের ৩ দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা পাঁচ স্তরের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে গত বুধবার ভোর থেকেই বিশ্ব ইজতেমা ময়দানে আগত ধর্মপ্রাণ মুসল্লি আসতে শুরু করেছে। গতকাল বাদ যোহর থেকে মুসল্লিদের উদ্দেশে অনানুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে। আজ ফজরের নামাজের পর আম বয়ান শুরু হবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে ইবাদত বন্দেগি আর কোরআন হাদিসের আলোচনায় বিশ্ব ইজতেমার ১৬০ একর জমি বিস্তৃত বিশাল প্যান্ডেলে পবিত্র ধর্মীয় আবহাওয়া বিরাজ করছে। সভাপতিত্বহীন ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশে যোগ দিতে রাজধানী ঢাকাসহ দূর-দূরান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লিদের স্রোত এখন টঙ্গীর এক সময়কার খরস্রোতা কহর দরিয়া তুরাগ নদের তীরের বিশাল ময়দান মুখে। ট্রেন, রিজার্ভ বাস, ট্রাক, ট্যাক্সি, প্রাইভেটকারযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল ও অনির্দিষ্টকালের ধর্মঘটকে উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। ইতোমধ্যে ইজতেমা ময়দানের ১৬০ একর তাঁবু তিল ধারণের ঠাঁই নেই। শিল্প নগরী টঙ্গী এখন গার্মেন্টস শ্রমিক নারী-পুরুষের বদৌলতে পাঞ্জাবি-টুপিপরা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে মুখরিত। ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে টঙ্গীর ৪ বর্গ কিলোমিটারে ছোট্ট শহরটি যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।