সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ৩৬ টন চোরাই কয়লা আটক করেছে বিজিবি। আটককৃত কয়লার মূল্য ৪ লক্ষাধিক টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া, লাকমা গ্রামের দূরবিন শাহ ও লালঘাট গ্রামের জয়নাল মিয়া বিজিবি সোর্স পরিচয় দিয়ে চাঁরাগাঁও সীমান্তের লালঘাট ও বালিয়াঘাট সীমান্তের লাকমা, বড়ছাড়া সীমান্তের টেকেরঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কয়লা পাঁচার করে। পরবর্তীতে এসব কয়লা বানিয়াগাঁও গ্রাম সংলগ্ন পাটলাই নদীর তীরে মজুদ রাখলে বিজিবি অভিযান চালিয়ে ৩৫ টন কয়লা জব্দ করে। অন্যদিকে লালঘাট গ্রাম থেকে আরো ১ টন কয়লা আটক করে। এ সময় ৩ চোরাচালানী তাদের লোকজন নিয়ে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার কামরুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।