স্টাফ রিপোর্টার :
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন বলেছেন, আমরা সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার হত্যার বিচার চাই। বিচার হতে হবে সঠিকভাবে। অথচ প্রকৃত খুনিদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি নেতা হারিছ চৌধুরী, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে অন্তর্ভূক্ত করা হয়েছে। অবিলম্বে তাদের নাম বাদ দিয়ে প্রকৃত খুনিদের গ্রেফতার করে কিবরিয়া হত্যার সঠিক বিচার করুন। তিনি আরো বলেন, আমরা সিলেটবাসী’র উদ্যোগে আজ সোমবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির সমর্থন রয়েছে। হরতালে দলীয় নেতাকর্মীদেরকে পিকেটিং করার আহবান জানান তিনি।
গতকাল রবিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিসিক মেয়র আরিফের নাম বাদ দেয়ার দাবিতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আলী আহমদ, হুমায়ুন কবির শাহীন, মাহবুব চৌধুরী প্রমুখ।
এদিকে, কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কুদরত উল্লাহ মার্কেটের দিক থেকে ছাত্রদলের একটি মিছিল সমাবেশে যোগ দেয়ার দু’তিন মিনিট পরই একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সমাবেশ চলাকালে নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটের দিক থেকে ছাত্রদলের একটি মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এই মিছিলের নেতাকর্মীরা সমাবেশে যেখানে অবস্থান করে, ঠিক সে জায়গায় দু’তিন মিনিট পরেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কোর্ট পয়েন্ট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পথচারীসহ সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা দিগি¦দিগ দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় আশপাশের দোকানপাটও বন্ধ করে দেয়া হয়। ককটেল বিস্ফোরণের পরে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে চার্জশিট দেয়ায় সিলেট বিভাগের চার জেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আমরা সিলেটবাসী নামের একটি সামাজিক সংগঠন। গত শনিবার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সমাবেশে তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কিবরিয়া হত্যার সম্পূরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, সিলেট ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে।