আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে দুই বাংলাদেশী কয়লা শ্রমিককে মারধর করে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। আটককৃতরা হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের জবর আলীর ছেলে আসন আলী (৩০) ও সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে আমির হোসেন (৩৫)। বিজিবি ও স্থানীয়রা জানায়, চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের বরকত আলীর ছেলে জয়নাল মিয়া বিজিবি ও সাংবাদিকের সোর্স পরিচয় দিয়ে ১শত টাকা করে প্রত্যেকের কাছে থেকে চাঁদা নিয়ে সোমবার সকাল ১১টায় ১১৯৬ পিলার এলাকা দিয়ে প্রথমে ১৬ জনকে কাজের জন্য ভারতে পাঠায়। এরপর দ্বিতীয় দফা দুপুর ১২টায় আরো ৬ জনকে পাঠায়। মোট ২২ জন বাংলাদেশী শ্রমিক ভারতে যাওয়ার পর বিএসএফ ধাওয়া করে দুইজনকে আটক করে বেধড়ক মারধর করে। এ সময় অন্যান্য শ্রমিকরা যে যার মতো পালিয়ে যায়। বিয়য়টি জানাজানি হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত দুই বাংলাদেশী শ্রমিককে চাঁরাগাঁও ক্যাম্পের বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার মহসিন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।