কুমারপাড়ায় মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাইর চেষ্টা, ছিনতাইকারী আটক অত:পর গণধোলাই

74

স্টাফ রিপোর্টার :
নগরীর কুমারপাড়ায় রিক্সারোহী মহিলার ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নেয়ার সময় এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে জনতা। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ এসে মোটর সাইকেলসহ ওই ছিনতাইকারীকে আটক করে। গণধোলাইয়ে আহত ছিনতাইকারী হোসেন আহমদকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেন দক্ষিণ সুরমার ধরাধরপুরের হেলাল উদ্দিনের পুত্র। গত শুক্রবার রাত ১১টার দিকে কুমাপাড় পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইবনে সিনা হাসপাতালের এক নারী কর্মচারী সোবহানীঘাট থেকে রিক্সাযোগে শাহী ঈদগাহের দিকে যাচ্ছিলেন। কুমারপাড়া পয়েন্টে আসার পর একটি মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী এসে তার কাছ থেকে ঝাপটা দিয়ে ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের মোটর সাইকেলকে ধাওয়া করেন। এক পর্যায়ে তারা মোটর সাইকেলটি আটকাতে সক্ষম হন। পরে হোসেন আহমদকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই কমর উদ্দিন এসে মোটর সাইকেলসহ হোসেন আহমদকে আটক করেন। গণধোলাইয়ে আহত হওয়ায় হোসেন আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই কমর।