সীমান্তে ৮ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার সহ শহরতলী থেকে হুইস্কি ও ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

49

Madok Uddharস্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের টহল দল সীমান্তের পশ্চিম কালাইরাগ মাঠ থেকে ৫২৫ বোতল অফিসার চয়েস ও ১৩২ বোতল কোবরা বিয়ার উদ্ধার করে।
কালাইরাগ সীমান্ত ফাঁড়ি বিজিবির টহল কমান্ডার হাবিলদার মোঃ হুমায়ন জানান, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার ৫শ’ টাকা। তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।
হুইস্কি ও ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার : নগরীর বাবুরগাঁও পয়েন্ট থেকে ৪ বোতল ফেনসিডিলসহ চাঁন মিয়া (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে, শহরতলী থেকে ৬৫ বোতল হুইস্কিসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)’র সদস্যরা। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দর বড়শালা বাইপাস সড়কে সিএনজি চালিত অটোরিক্সার ইঞ্জিন বক্সে এ গুলো বেঁধে নিয়ে যাওয়ার সময় ওদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এনায়েতনগর গ্রামের মৃত রহমত উল্লাহর পুত্র মোঃ রকিব মিয়া (২০) ও একই উপজেলার ইসহাকপুরের আবদুর রউফের পুত্র মনির হোসেন (৩৩)। এদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তকর করেছে র‌্যাব।
এদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মাসুদ পারভেজ ভূঁইয়া, এসআই গাজী মিজানুর রহমান, এসআই মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন কচুয়ার পাড় রাস্তা হতে মো: উজ্জ্বল আহমদ, মো: জয়নাল আবেদীন, মো: সুজন মিয়া ও সৈকত হোসেনদের ৫ বোতল অফিসার্স চয়েস মদসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়েছে।