তাহিরপুর সীমান্তে ২টি ভ্যানগাড়িসহ অর্ধলক্ষ টাকার অবৈধ কয়লা জব্দ

25

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে ২টি ভ্যানগাড়িসহ অর্ধলক্ষ টাকা মূল্যের সাড়ে ৬ টন অবৈধ কয়লা জব্দ করেছে বিজিবি। স্থানীয়রা জানায়, গতকাল শনিবার ভোরে চাঁরাগাঁও সীমান্তের ১১৯৬ পিলার সংলগ্ন এলাকা দিয়ে লালঘাট গ্রামের বিজিবি সোর্স পরিচয়ধারী জয়নাল মিয়া, তার ভাই সাত্তার মিয়া, মানবাধিকার কমিশনের সদস্য পরিচয়দিয়ে বাঁশতলা গ্রামের আলফাত মিয়া ও কলাগাঁয়ের মনাফ মিয়ার নেতৃত্বে নজরুল মিয়া, হরমুজ আলী, আরমুজ আলী, ইদ্রিস আলী, আব্দুর রশিদ, গুলেনুর গং সিন্ডিকেডের মাধ্যমে চোরাই পথে ভারত থেকে বিপুল পরিমাণ কয়লা পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার মহসিন সাড়ে ৬ টন কয়লা জব্দ করেন। এ সময় জয়নাল তার লোকজন নিয়ে পালিয়ে যায়। সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত চোরাচালানীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।