ওসমানীনগরে বিবিয়ানা পাওয়ার প্লান্ট-২ এর বিরুদ্ধে পাঁচ গ্রামবাসীর অবস্থান কর্মসূচি

52

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ তাজপুর মৌজার জেল নং ৪২এর ৫৬ সালের রেকর্ডীয় বিভিন্ন দাগের ৩৬ একর জমি দখল করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বিবিয়ানা পাওয়ার প্লান্ট-২। প্লান্ট স্থাপনের প্রথম থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত মালিকানা জায়গার মূল্য পরিশোধসহ গ্রামবাসীদের যোগ্যতানুসারে প্লান্টে চাকুরী দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে আসলেও আজ পর্যন্ত প্লান্ট- কর্তৃপক্ষ জায়গার মূল্য পরিশোধ ও এলাকার মানুষকে কোন চাকুরী দেয়নি। অন্যদিকে  কুশিয়ারা নদীর দক্ষিণ পারে বাঁধ দিয়ে নদী ভরাট করে জেটি ঘাট নির্মাণ করায় অপর পাড়ে দেখা  দিয়েছে ব্যাপক ভাঙ্গন। এসব দাবী আদায়ের লক্ষ্যে গতকাল সোমবার উপজেলার লামা তাজপুর, দক্ষিণ তাজপুর, পূর্বতাজপুর ও পশ্চিম তাজপুর ও গুচ্ছ গ্রামের শত শত মানুষ বিবিয়ানা পাওয়ার প্লান্ট-২ প্লান্টে গিয়ে দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে বিকাল ২টার দিকে প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহির উপস্থিত লোকজনের সাথে আলাপ করে গ্রামবাসির দাবী দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করলে বিকাল ৪টার দিকে অবস্থান কর্মসূচি তুলে নেয় গ্রামবাসীরা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছিত, শাহ মোঃ ইসমাইল,দিলাল মিয়াসহ পাঁচ গ্রামের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
ইউ/পি চেয়ারম্যান হাজি আব্দুর রব বলেন, আমাদের ভিটা-মাটি নিয়ে পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষ ছিনিমিনি করে যাচ্ছে। এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। দাবি আদায় না হলে প্রয়োজনে গ্রামবাসী সম্মেলিতভাবে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।