হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ পেতে হলে ধর্মীয় শিক্ষায় জ্ঞান লাভ করতে হবে। ক্বওমী মাদরাসাগুলোতে যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষায় প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। তিনি আরো বলেন, ইসলামের পরিপূর্ণ অনুসরণ ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের ইহকাল পরকালের শান্তির জন্য আল্লাহর হুকুম এবং রাসূল (সা:) এর আদর্শকে অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান থেকে দূরে থাকার জন্যই আমাদের সমাজে এতো অশান্তি। ইসলামী শিক্ষার মাধ্যমেই আদর্শ সমাজ গড়া সম্ভব।
আল্লামা জুনায়েদ বাবু নগরী গতকাল রবিবার দুপুরে নগরীর উপশহরস্থ মাদরাসাতুল হাসানাইন আল ইসলামিয়ায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও মাওলানা মাশহুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, উপশহর বি-ব্লক জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা ক্বারী মুখতার আহমদ, মাদরাসাতুল হাসানাইন আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা বিলাল আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, উপশহর এ ব্লক জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ, পশ্চিম তেররতন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি