কানাইঘাট থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা আমাদের সম্ভাবনাময় সন্তান। তাদেরকে যথাযথভাবে আগামী দিনের দেশ ও জাতির সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তিনি আরো বলেন, শিক্ষায়, চিন্তা, সাংস্কৃতিক চেতনায় আমরা অনেক দূর এগিয়েছি। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পারলেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব পরিমন্ডলে নেতৃত্ব দিতে সক্ষম হবে। এজন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের মেধা বিকাশে বৃত্তি প্রদানের লক্ষ্যে সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে এগিয়ে আশার পাশাপাশি উপজেলা পর্যায়ে শিক্ষামূলক সংগঠন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ড. আবদুল আউয়াল বিশ্বাস গতকাল বৃহস্পতিবার বিকেল ২টায় সড়কের বাজার উচ্চ বিদ্যালয় হারিছ চৌধুরী অডিটোরিয়াম হলে মস্তফা-হক চৌধুরী ট্রাস্টের ২য় মেধাবৃত্তি ২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাস্টের চেয়ারম্যান ব্যাংক কর্মকর্তা আর.কে.এম মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে এবং মাষ্টার খাজা আজির উদ্দিনের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহঃ অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, এম.সি কলেজের সহঃ অধ্যাপক শাহজাহান কবীর রুহেল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর আব্দুল হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ। বক্তব্য রাখেন জুলাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক, সমাজসেবী আজমল হোসেন, নুর উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শামীমা রহান জোনাকি প্রমুখ। বিজ্ঞপ্তি