সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘৫ম সার্ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০১৪ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার, বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিরাট উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণকৃত অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্য পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। অভিভাবকের সানন্দ উপস্থিতিতে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত। কলেজের গভর্ণিং বডির সভাপতি ও পরিচালক আতাউর রহমান এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এই ছোট ছোট সোনামনিরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং এদেরকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে ওঠা মানে একটি জাতির সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠা। এজন্য ছাত্র-ছাত্রীদেরকে সৃজনশীল প্রতিভা বিকাশের মানসে সৃজনশীলতাকেই অনুসরণ করতে হবে। আমার বিশ্বাস এক্ষেত্রে সার্ক ইন্টারন্যাশনাল স্কুল ও সার্ক ইন্টা: কলেজ বাংলাদেশ এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। এজন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ ও সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কোন ব্যবসায় মন-মানসিকতা নিয়ে গড়ে ওঠে নি। শুরু থেকেই সাধ্যের মধ্যে আমরা উন্নত শিক্ষা প্রদান করে আসছি। এই সেবা আরো সম্প্রসারিত করার জন্যই এ বছর থেকে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব স্কুল বাস যা সম্পূর্ণ ফ্রি ব্যবহারের সুযোগ। ভর্তি সময় আমরা সকল শিক্ষা উপকরণ ফ্রি প্রদান করছি। ছাত্র-ছাত্রীদের সনাতন পদ্ধতি পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে পাঞ্চ কার্ড এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উপস্থিত নিশ্চত করা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়া আমাদের রয়েছে দুর্বল, অমনোযোগী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ওয়ান টু ওয়ান কোচিং-এর ব্যবস্থা। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আমাদের প্রচেষ্ঠাকে আরো উন্নত সম্পসারিত করব ইনশাল্লাহ্।
স্কুলের সহকারী শিক্ষক তানজিলুর রহমান নবীনের প্রাণবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন স্কুলের ডেপুটি চীফ মোঃ সালাউদ্দিন আহমদ এবং উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি