মামলা প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম ॥ বিশ্বনাথে আ’লীগের প্রতিবাদ সভা

44

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে ধর্ষণ মামলার বাদী ও সাক্ষীর বিরুদ্ধে ছিনতাই মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন সহযোগী সংগঠনসহ দেওকলস ইউনিয়ন আ’লীগ। গতকাল শনিবার বিকেলে গোদামঘাটের একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেওকস ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন জুনেদকে একটি কুচক্রি মহলমিথ্যা মামলায় জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আগামী ৭দিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
দেওকলস ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মুমিন মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক জাফর ইকবাল জুনেদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত আচার্য্য, কৃষকলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক বদরুল ইসলাম, কাছা মিয়া মেম্বার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন, সহ-সভাপতি আফর আলী মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্জিত আচার্য্য, যুগ্ম-সম্পাদক বেলাল আহমদ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মুধু মিয়া, রিপন আহমদ, শাহীন আহমদ, অবিনাস দে, ফরিদ মিয়া, নুরুজ্জামান মিফন, সেলিম আহমদ, ময়নুল ইসলাম মুক্তার প্রমুখ।
প্রসঙ্গত, দুই বছর আগে ধর্ষণ মামলা করায় মামলার বাদী ও সাক্ষীর বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর বিশ্বনাথ থানায় ছিনতাইয়ের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন দশঘর ইউনিয়নের সাহবাজপুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে আসিক আলী (মামলা নং ৪)। মামলায় ইউনিয়ন আ’লীগের যুুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন জুনেদকে (৪৫) প্রধান আসামীসহ আরও ৫জনকে অভিযুক্ত করা হয়।