শোকাবহ আগষ্ট মাসে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচী

10

শোকাবহ আগষ্ট মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ ও ক্যাম্পাসে শোক দিবসের আলোকে শোকবার্তাসহ উন্মুক্তস্থানে ব্যানার টানানো।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং বেলা ১২টায় বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও শিরণী বিতরণ।
স্বাস্থ্যবিধি মেনে উক্ত কর্মসূচিসমূহে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। বিজ্ঞপ্তি