সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর নিরাপত্তা বিধান ও নির্যাতন বন্ধের দাবীতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা। সিলেটের শিক্ষার্থীদের উপর অব্যাহত হামলা ও নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ সুরমার টেকনিকেলস্থ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলেজের শিক্ষার্থী আকিল আহমদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. বাদশা মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মো. বাদশা মিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলার সাথে জ্ঞানার্জন করবে এটাই শিক্ষার্থীদের মূল বিষয়। কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। বিশেষ করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রনামধারী কর্তৃক সিলেটের স্থানীয় শিক্ষার্থীদের উপর অত্যাচার ও নির্যাতন সহ্য করার নয়। তাই তিনি শিক্ষাঙ্গনে সুষ্ট ও সুন্দর পরিবেশ সৃষ্ঠির লক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোল্লারগাও এলাকার বিশিষ্ট মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা বশির আহমদ, মুসারগাঁও এলাকার বিশিষ্ট মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বলদী এলাকার বিশিষ্ট মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা আলকাছ আহমদ, বরইকান্দির বিশিষ্ট মুরুব্বি পিন্টু আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষার্থী জহির আহমদ, রনি, বাবুল চক্রবর্তী, আব্দুল করিম, লাহিন আহমদ প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী ও বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সিলেটি শিক্ষার্থীরা অত্র ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ছাত্রনামধারীদের হাতে সিলেট বিভাগের শিক্ষার্থীরা নানাভাবে মারধরসহ নির্যতনের শিকার হচ্ছেন। অবিলম্বে এই সকল নির্যাতন বন্ধ করা না হলে সিলেটে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ছাত্রনামধারী সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে। বিজ্ঞপ্তি