সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার ৯ম কমিটি পরিচিত সভা বুধবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব সন্জয় শর্মা পরিচালনায় ৯ম কমিটি পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনুমা রুবাইয়াত, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের প্রতি দায়বদ্ধহীন ও মানবিক মূল্যবোধ বর্জিত শিক্ষা ব্যবস্থার কারণে দেশে আজ দুর্র্নীতি-লুটপাট, নারী-শিশু নির্যাতন বাড়ছে। যে যুবক একদিন স্বাধীনতার সংগ্রামে মা-বোনের ইজ্জত রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিল, সেই যুবক আজ স্বাধীন দেশে ধর্ষক-নিপীড়ক হয়ে পড়ছে। বক্তারা,অবক্ষয়ের এই সর্বগ্রাসী সংকটে ছাত্র রাজনীতির আদর্শবাদী-বিপ্লবী ধারাকে বিকশিত করার জন্য ছাত্র সমাজে প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার শেষে মহানগর সভাপতি পাপ্পু চন্দ নব গঠিত ৯ম কমিটি পরিচয় করিয়ে দেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক সনজয় শর্মা, সাধারণ সম্পাদক শুভ্রত বসাক চৌধুরী, সদস্য-শুভ্র চৌধুরী, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামি,গ্রাবনি ঘোষ, জুবেল আহমদ, সনজিত শর্মা, পল্লব কর, মলয় চক্রবর্তী। বিজ্ঞপ্তি