স্টাফ রিপোর্টার :
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে তেলের দাম কমার কোন সম্ভাবনা নেই। কারণ, সবসময় আমরা আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে তেলের দাম বাড়াতে পারি না। সরকার দীর্ঘদিন থেকে তেলে ভর্তুকি দিয়ে আসছে।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর নয়াসড়কস্থ খ্রিস্টান মিশনের পুনঃসংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা বরাবরই তেলে ভর্তুকি দিয়ে আসছি। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে আমরা তেলের মূল্য বৃদ্ধি বা কমাতে পারি না। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, আবার তা বৃদ্ধিও পেতে পারে। সুতরাং, দেশে তেলের দাম কমার আপাতত কোন সম্ভাবনা নেই।
পরে মন্ত্রী যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আন্ত:মান্ডলিক প্রাক বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সিলেট ধর্ম প্রদেশের ধর্মপাল বিজয় বিষপ এন. ডি’ক্রুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, স্থানীয় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, শাহানারা বেগম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত ভট্টাচার্য্য প্রমুখ।