শিক্ষিত জাতিই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ——– মাহমুদ উস সামাদ এমপি

46

সিলেট-৩ আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, একটি শিক্ষিত জাতি গঠনে নারী শিক্ষা প্রসারে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষিত জাতিই পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। এই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ নারী শিক্ষার প্রসারে অনন্য অবদান রেখে যাচ্ছে। আমি এ প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতির দায়িত্ব নেওয়ার সময় কলেজ ফান্ডে মাত্র ২২শ’ টাকা ছিল। বর্তমানে এ কলেজ ফান্ডে প্রায় ১ কোটি টাকা রয়েছে। কলেজ প্রতিষ্ঠাতা পরিবার এ কলেজটি প্রতিষ্ঠা করায় অত্র এলাকার নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে প্রতিষ্ঠাতা পরিবার কলেজের ভূমির জটিলতা সৃষ্টি করে কলেজের অগ্রযাত্রাকে ব্যাহত করছেন। এ বিষয়টি সুরাহার জন্য কলেজ প্রতিষ্ঠাতা পরিবারকে তাদের মাতা নূরজাহান বেগম অক্ষুন্ন রাখতে এগিয়ে আসতে হবে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১৩ ডিসেম্বর শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রী রুবিনা আক্তার রুমির পরিবার ও আহত ছাত্রীদের মধ্যে কলেজ ফান্ড থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এর সভাপতিত্বে, সহকারী অধ্যাপক এম এ আজিজ ও প্রভাষক মুক্তি লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য সৈয়দ মকবুল হোসেন, হাজী ফারুক আহমদ, ফজলুল করিম হেলাল, সোনা মিয়া মউর, জিয়াউল ইসলাম শিশু, হারুনুর রশিদ, কলেজ উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক শুয়েব আহমদ, কলেজ ছাত্রী রাখি দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি নিহত কলেজ ছাত্রী রুবিনার পরিবার ও আহত ২৪ জন ছাত্রী এবং কলেজের বাস চালক কে নগদ অর্থের চেক বিতরণ করেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর তেলবাহী লরীর ধাক্কা কলেজের বাস দুর্ঘটনায় ১ ছাত্রী নিহত ও ২৪ জন আহত হন। বিজ্ঞপ্তি