আলিয়া মাদ্রাসা মাঠে সুন্নী কনফারেন্সে ॥ দরগা মাদ্রাসার নাম নিয়ে বক্তব্যের জের, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

65

স্টাফ রিপোর্টার :
শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার নাম নিয়ে বয়ান রাখায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, আনজুমানে আশেকানে মোস্তফা (সা:) বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশেকানে মোস্তফা সুন্নী কনফারেন্স সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে চলছিল। গতকাল শনিবার সন্ধ্যায় ওই কনফারেন্সে বক্তব্য রাখার সময় মাওলানা ক্বারী আবু বকর জিহাদী বলেন, ‘শাহজালাল (রহ.) এর মাজারে যে মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার নাম শাহজালালের নামেই হওয়া উচিত ছিল।’ তাছাড়া তিনি দরগা মাদ্রাসার বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে থাকলে দরগা মাদ্রাসার কয়েকজন উত্তেজিত হয়ে উঠেন। এর কিছুক্ষণ পর তারা সংঘবদ্ধ হয়ে সুন্নী কনফারেন্সে হামলা চালায়।
এ সময় তারা সুন্নী কনফারেন্সের দু’জনকে টেনে হিঁচড়ে নিয়ে আসার সময় কনফারেন্সে উপস্থিত হওয়া লোকজনও উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে কনফারেন্সে আগতরাও প্রতিরোধ ও পাল্টা হামলা চালায়। উভয় পক্ষ এ সময় ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরকে ধাওয়া করে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য তথাকথিত এ সুন্নী সম্মেলনে চট্টগ্রাম থেকে ৩/৪টি বাসে করে আসা বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।