কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ মিছিলে অসংখ্য পুলিশ চৌমুনী চত্বরের অফিস ঘেরাও করলে অফিসের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক শেখ শহীদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুবের আহমদ খান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুছা আহমদ সুয়েট, কুলাউড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র নেতা তানজীল হাসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আশরাফ আলী, উপজেলা বিএনপি নেতা প্রভাষক জমশেদ খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়জুর রহমান গোলাপ, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা কাওছার আমীর বাবুল, কুলাউড়া ৭নং ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার খালিছ মিয়া, এএনএম ডালিম, জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, শরিফ পুর ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ তবারক আলী আদনান ও মোঃ শাইস্তা মিয়া, উপজেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক ফারুক আহমদ মোল্লা, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ঢালী, উপজেলা সাংস্কৃতিক আন্দোলনের আহবায়ক শিপু আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্মদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম, ভূকশিমইল যুবদল নেতা তাজুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা উপজেলা বিএনপির কার্যালয় এস এম প্লাজা মার্কেটের উভয় গেইটে পুলিশ কর্তৃক থালা দিয়ে দলীয় কর্মসূচী পালনে বাধা প্রদান এবং সন্ত্রাসীর পক্ষ অবলম্বন করে মার্কেটের সকল দোকান বন্ধ করে দোকানিদের রের করে এবং বিএনপির নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানান। সভায় অবিলম্বে মেয়রের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। বিজ্ঞপ্তি