স্টাফ রিপোর্টার :
নগরীর মিরাবাজারস্থ কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার দিবাগত রাতে চুরি সংগঠিত হয়েছে। এতে স্কুলের অফিসে রাখা ল্যাপটপ এবং আলমিরা ভেঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে।
স্কুল কর্র্তৃৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে স্কুলের কর্মচারী রাহেলা বেগম এসে দেখতে পান স্কুলের প্রথম গেটের থালা ভাঙ্গা। তারপর তিনি স্কুলের প্রধান শিক্ষককে ফোন দিয়ে বিষয়টি জানান।
স্কুল শিক্ষক ফরিদা পারভিন জানান, স্কুলের কমনরুম, ৪টি ক্লাসরুম ও বাথরুমের তালা ভাঙ্গা ছিল। তাছাড়া স্কুলের স্টিল আলমারির লক, অনেক কাগজপত্র এলোমেলো করে রেখে যায় দুর্বৃত্তরা। জরুরী কোন কিছু না পেয়ে একটি ল্যাপটপ নিয়ে যায়। তিনি আরো জানান এ ব্যাপারে বিকেলেই আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। পুলিশকে চুরির বিষয়টি অবহিত করা হলে মঙ্গলবার সকালে সোবহানীঘাট থানার ইনচার্জ অনুপ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান।