তাহিরপুর সীমান্তে আটকের সাড়ে ৩ ঘণ্টা পর বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে বিএসএফ

24

bsf_banglanews24_384219490সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে এহসানুল হক (২৫) নামে এক বাংলাদেশিকে আটকের সাড়ে তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এহসানুল হক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লালঘাট (গুচ্ছগ্রাম) গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১১৯৬ এর সাব-পিলার ২ এস লালঘাট এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাকে আটক করে। সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্কবন্দর এলাকা দিয়ে বিকেল চারটায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে উদ্ধার হওয়ার ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও কমান্ডিং অফিসার জানিয়েছেন।