স্পোর্টস ডেস্ক :
তাজিকিস্তানকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যায় ফিলিস্তিন।
ওদেই দাব্বাগের মাইনাস থেকে জোনাথন জোরিল্লা প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
৫২ মিনিটে ওদেই দাব্বাগেও পেয়ে যাচ্ছিলেন গোল। কিন্তু তার জোরালো শট ফিলিস্তিন গোলরক্ষক ধরে ফেলেন। বিপরীতে গোল শোধে মরিয়া তাজিকিস্তান বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি।
৬৫ মিনিটে রহিমভের ক্রসে এরগাসেভ ও অমিরভের কেউই হেড নিতে পারেননি।
গোল শোধ তো দূরে থাক, উল্টো ১০ মিনিট পর আরও এক গোল হজম করে তাজিকিস্তান। শাদি শাবানের কর্নার থেকে অধিনায়ক আব্দুল্লাহ লতিফ আলবাহদরি হেডে লক্ষ্যভেদ করেন।
গ্রুপের শেষ ম্যাচে শনিবার ফিলিস্তিন ও নেপাল মুখোমুখি হবে। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে কোন দুটি দল সেমিফাইনালে যাবে। ৩ পয়েন্ট করে পেয়েছে ফিলিস্তিন ও তাজিকিস্তান, যেখানে নেপালের পয়েন্ট শূন্য।