সরকার সদর উপজেলায় ৫টি এমপিওভুক্ত মাদরাসার নতুন ভবন নির্মাণ করছে – আশফাক আহমদ

64

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বর্তমান সরকার ৪ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলায় ৫টি এমপিভুক্ত মাদরাসার নতুন ভবন নির্মাণ করছে। ইতোমধ্যে ফতেপুর মাদরাসা, সোনাতলা মাদরাসা ও হাউসা মাদরাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সৈয়দপুর মাদরাসা ও রশিদিয়া মাদরাসার ভবন নির্মাণ কাজ অচিরেই শুরু হবে।
তিনি গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর মাদরাসার ২১০ মিটার পাকা রাস্তা ৪ লাখ ৭৪ হাজার ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আমানতপুর ৬০০ মিটার পাকা রাস্তা ২২ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সৈয়দপুর মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
হাউসা মাদরাসার সুপার মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মামুন এর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সৈয়দপুর মাদরাসার সুপার মাওলানা হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম, যুবলীগ নেতা আমির আহমদ মোস্তফা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আশিক, আ’লীগ নেতা হারুনুর রশিদ, আজাদ মিয়া, ২নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন, বিশিষ্ট মুরব্বি কছির আলী, মকদ্দস আলী, যুবনেতা কাওসার আহমদ আনা, দুলাল মিয়া, মোঃ আব্দুল্লাহ, জাহির মিয়া, আব্দুস সামাদ, মকবুল আলী, সৈয়দপুর মাদরাসার সহ সুপার মাওলানা রাজা আহমদ, আব্দুল্লাহ, আবুল কালাম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মাসুম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি