স্টাফ রিপোর্টার :
মদন মোহন কলেজের অধ্যক্ষ’র কক্ষ প্রায় এক ঘন্টা তলাবদ্ধ করে রাখে ছাত্রলীগকর্মীরা। গতকাল সোমবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডিগ্রিতে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বেতন মওকুফ করে পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে না দেয়ার জের ধরে মদন মোহন কলেজ শাখার ছাত্রলীগ এ ঘটনা ঘটায়।
কলেজ সূত্র জানায়, গত ১ ডিসেম্বর থেকে কলেজে ডিগ্রি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার রেজিস্ট্রেশন চলছিল। অর্থমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দরিদ্র, অসহায়, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের বেতন মওকুফ করে পরীক্ষার রেজিস্ট্রেশন করার সুযোগ দেয় কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগ নেতা রুমেলের নেতৃত্বে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের অনুগত ২৫ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফরম নিয়ে কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহর কাছে যায়। তারা ওই ২৫ জনের বেতন মওকুফ করে দেয়ার জন্য অধ্যক্ষকে চাপ দেয়। কিন্তু উক্ত ২৫ জনের কেউই দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী কিংবা মুক্তিযোদ্ধার সন্তান নয়, এ জন্য তাদের বেতন মওকুফ করতে পারবেন না বলে জানিয়ে দেন অধ্যক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা রুমেলের নেতৃত্বে কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রলীগ কর্মী রাজেশ ও রাসেল অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়। প্রায় এক ঘন্টা পরে কোতোয়ালি থানার এসআই সিরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেয়।