বারী সুমন :
জ্যৈষ্ঠের দাবদাহে
অস্থির সবার প্রাণ
একটু বৃষ্টির পরশ পেতে
মন করে আনচান।
কাঠফাটা রোদে মাটি
হয়ে গেলো চৌচির
ধান তুলতে কষ্ট হচ্ছে
শ্যামল গাঁয়ের বৌ-ঝিঁর।
ভরদুপুরে চাষা ভাই
কাটে ক্ষেতের ধান
কাঁচা আমের ভর্তা খেয়ে
একটু জুড়ায় প্রাণ।
আম-কাঁঠালের দেশে
জ্যৈষ্ঠের আগমন
গুড়ু গুড়ু মেঘের ডাকে
মন বড় উচাটন।