কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সড়কের বাজার এলাকায় রাজনৈতিক বিরোধের জের ধরে যুবলীগ নেতা এবং এক ইউপি চেয়ারম্যানের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া সহ অপর একটি মোটরসাইকেল বাজার থেকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সড়কের বাজার সহ আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, রাজনৈতিক বিরোধের জের ধরে গতকাল রবিবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে মমতাজগঞ্জ বাজারের সুরমা নদীর খেওয়াঘাটে রাখা স্থানীয় জয়ফৌদ ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা সড়কের বাজার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক যুবলীগ নেতা আব্দুল ঔদুদ দুদুর মোটর সাইকেলটি সম্পূর্ণ ভাবে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াত শিবিরকে দায়ী করে সড়কের বাজারে মহড়া দিয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের খোঁজতে থাকে। তাদের কাউকে না পেয়ে কানাইঘাট ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান জামায়াত সমর্থক ডাক্তার ফয়েজ আহমদের বাজারে রাখা মোটর সাইকেলটি পুড়িয়ে দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এছাড়া শিবির কর্মী বারাপৈত গ্রামের ফয়সল আহমদের একটি মোটর সাইকেল সড়কের বাজার থেকে কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত সড়কের বাজারে ছুটে যান। থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়কের বাজারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করলেও জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাজার ছেড়ে অন্যত্র অবস্থানের খবর পাওয়া গেছে।